১। ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রতিমাসে ৩০কেজি গম/চল ভাতাভোগীদের মাসে বিতরন করা হয় ।একজন ভিজিডি ভাতাভোগী দুই
বছর পর্যমত্ম এই সুবিধা পেয়ে থাকেন। ভিজিডি কর্মসূচীর আওতায় ভাতাভোগীদের প্রশিক্ষণ কার্যক্রম নিদিষ্ট NGO-র মাধ্যমে প্রদান
করা হয়।
২। ভাতা ভোগীদের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সেবা প্রদান করা হয় এবং NGO-র মাধ্যমে ভাতাভোগীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
(একজন ভাতা ভোগী দুই বৎসর পর্যন্ত এই সেবা পেয়ে থাকেন ।
৩। নির্যাতিত ব্যক্তি সরাসরি অভিযোগ দায়ের করতে পারেন আবার কোটে অভিযোগ করে তদমত্ম কার্যক্রম উক্তঅফিসের মাধ্যমে
সম্পন্ন করতে পারেন। সরাসরি দায়ের কৃত অভিযোগ উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে নিষ্পত্তি করা হয়।
৪। বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতামূলক উঠান বৈঠক ও আলোচনা সভা হয়। এবংকোথাও বাল্য বিবাহ সংঘঠিত হওয়ার খবর পেলে
সরাসরি বাল্যবিবাহ প্রতিরোধ আইন অনুসারে বাধা প্রদান করা হয়।
৫। দুঃস্থ অসহায় মহিলাদের মধ্যে সর্বনিমণ ৫০০০/= (পাঁচ হাজার ) এবং সর্বচ্চ ২০,০০০/=(বিশ হাজার টাকা) টাকা পর্যমত্ম বিনা সুদে ঋণ
প্রদান করা হয়।
৬। এলাকার উদ্যোগি মহিলারা একত্রিত হয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরের মাধ্যমে সমিতি গঠন করে নারী উন্নয়ন মূলক
কার্যক্রম পরিচালনা করতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস