১। কুমারখালী উপজেলায় ১১ টি ইউনিয়নে মোট ২১৪৭ জন ভিজিডি উপভোগীকে মাসে ৩০ কেজি করে চাল পাবে দুই বছরের জন্য। সাথে স্বাবল্বী করার লক্ষে প্রশিক্ষন প্রদান করা হয়।
২।কুমারখালী উপজেলায় ১১ টি ইউনিয়নে মোট ১৪৭ জন করে মাতৃত্ব ভাতাভোগী মাসে ৮০০ টাকা করে তিন বছরের জন্য পাবে। সাথে স্বাবল্বী করার লক্ষে প্রশিক্ষন প্রদান করা হয়।
৩।কুমারখালী উপজেলায় ১ টি পৌরসভায় মোট ৪৫০ জন ল্যাকটেটিং ভাতাভোগী মাসে ৮০০ টাকা করে তিন বছরের জন্য পাবে। সাথে স্বাবল্বী করার লক্ষে প্রশিক্ষন প্রদান করা হয়।
৪। প্রতি বছর আবেদনের প্রেক্ষিতে সমিতি সমূহের আবেদন পত্র অধিদপ্তরে অনুদানের জন্য পাঠানো হয় এবং সদর কার্যালয়ে বরাদ্দ মোতাবেক অনুদান বিতরন করা হয়।
৫। নারী নির্যাতনের অভিযোগ গ্রহন ও শুনানীর মাধ্যমে মিমাংসা করা হয়। অমিমাংসিত বিষয় সমূহ আদালতেপ্রেরণ করা হয়।
৬। আদালত হতে তদন্তের জন্য প্রেরিত মামলার তদন্ত করা হয়।
৭। নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে উঠান বৈঠক, সভা সেমিনার, বাল্যবিয়ে বিরোধী ক্যাম্পেইন করা হয়।
৮। নিয়মত আবাসন প্রকল্পে মহিলাদের নিয়ে উঠান বৈঠক করা হয়।
৯। বিভিন্ন দিবস পালন।
১০।আই জি এ প্রকল্পের আওতায় বিউটিফিকেশন ও টেইলারিং ট্রেডর তিন মাস অন্তর অনলাইনে আবেদনের প্রেক্ষিতে কমিটির মাধ্যমে যাচাই বাছাই পূর্বক ২৫ জন করে মোট ৫০ জন মহিলাদের প্রশিক্ষন দেওয়া হয়। তারা ৬০ কার্যদিবসে প্রতি কার্যদিবসে ১০০ টাকা হারে মোট ৬০০০ টাকা প্রশিক্ষন সম্মানী পেয়ে থাকেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS